Get Shopify 3 months free trial just for $1/month

Bangla

আমি কি কাজ করি

আমি ফেসবুকে সবচেয়ে বেশি মেসেজ পাই “কি নিয়ে কাজ করেন” একই উত্তর সবাইকে দিয়ে বুঝানোর মতো সময় হাতে থাকে না । তাই ভাবলাম ব্লগে লিখে পাবলিশ করি । তাহলে সব ইনফরমেশনই একসাথে থাকবে ।

বর্তমানে যেভাবে আমি কাজ করছি

বর্তমানে শুধুমাত্র ইকমার্স বেইজড কাজ করে যাচ্ছি । আমার কাজের পরিধি শুধুমাত্র Shopify, Amazon, Walmart, eBay, Tiktok Shop, Woocommerce, Etsy তে । আমার মূল প্রজেক্টগুলোই হচ্ছে সরাসরি ক্লায়েন্টের বিজনেসকে A-Z ম্যানেজমেন্ট করা । যথন কোনো নতুন ক্লায়েন্ট আমার সাথে অনবোর্ডিং হয় তখন সকল ধরণের লিগ্যাল প্রসেসে মুভ করি । মূলত ক্লায়েন্টদের সাথে চুক্তি হয় ৫০-৫০ প্রফিট শেয়ারে তাদের বিজনেস ম্যানেজমেন্ট করা । এখানে ক্লায়েন্টদের সকল ইনভেস্টমেন্ট থাকে এবং আমাদের সকল ধরণের কাজ থাকে । প্রতিমাস শেষে তার বিজনেস থেকে যে পরিমাণ প্রফিট করতে পারি সেটার ৫০% আমাদের সার্ভিস ফি হিসেবে নিয়ে থাকি । এভাবেই আমাদের ৮৫% প্রজেক্ট চলছে । মূলত আমার টিম সকল কাজ করে থাকি । আমার ব্যক্তিগত কাজ শুধু সকল কিছু যেনো সঠিকভাবে চলছে সেটা নিশ্চিত করা এবং ক্লায়েন্টদেরকে রেগুলার বিজনেসের রিপোর্ট দেওয়া ।

পাশাপাশি আমি অন ডিমান্ড সার্ভিস দিয়ে থাকি ফাইবার এবং শপিফাই পার্টনার ডিরেক্টরি মার্কেটে । মূলত কাজগুলো আমার টিম মেম্বারগণই করে থাকে ।

যেভাবে শুরু আমার অনলাইন ক্যারিয়ার

আমি অনলাইনে প্রথম কাজ পাই ২০১৪ সালে । আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি । ওয়ার্ডপ্রেস, জুমলা এই দুটোর কাজ বেশি করতাম । এরপর ২০১৫-১৬ শুধু ওয়ার্ডপ্রেস আর কিছু PHP এর কাজ করেছি । এ্যাপ ডেভেলপমেন্টেও কিছুটা আগাইছিলাম । কিন্তু বেশি সময় দিতে পারি নি । ২০১৭ তে অনেকটা সময় কাজ হোল্ড রাখছিলাম HSC এবং ভার্সিটি এডমিশন পরিক্ষার জন্য । তবে ২০১৮ তে এসে আবার শুরু করি ইকমার্স এবং মেশিন লার্নিং নিয়ে । ২০২০ এ যখন করোনা শুরু হয় তখন পুরোপুরি ইকমার্সে চলে আসি । আর এখন পর্যন্ত ইকমার্স নিয়েই কাজ করেতছি ।

মার্কেটপ্লেসে কাজ বলতে ২০১৪ আপওয়ার্কে শুরু করেছিলাম । ২০১৫ তে ফাইবারে জয়েন করি । তবে ফাইবার কন্টিনিউ করি নি । ।

যারা নতুন শুরু করতে চাচ্ছেন

যারা একবারেই নতুন তাদেরকে সাজেশন করবো হুট করে ঝোকের বশত শুরু করলেই সাকসেস হবেন না । অমুক ভাই তমুক ভাইকে ফলো করার আগে আশেপাশে দেখে ভেবেচিন্তে ফলো করবেন । সোস্যাল মিডিয়াতে যারা সেলিব্রেটি ফ্রিল্যান্সার বা তথাকথিত কমিউটিনি লিডার অথবা সবসময় শোঅফ করে বেড়ায়, তারা কখনোও কাজের বেলায় এগিয়ে থাকে না । ফেসবুকে যারা সারাদিন পোস্টায় রিয়েল লাইফে তারাই অনেক পিছিয়ে থাকে । এটাই চিরন্তন সত্য । নিজের চেষ্ঠার কোন বিকল্প নেই । যারা সিনিয়র আছে তাদের কিন্তু আপনাকে হাতে ধরিয়ে শেখানোর টাইম নেই । সর্বোচ্চ হলে আপনাকে রোডম্যাপ দেখিয়ে দিবে আর সেটা ধরেই আপনাকে আগাতে হবে । আমি নিজেও ভূল পথে ২ বছর নষ্ট করেছি । তবে নষ্ট বলা চলে না, অভিজ্ঞতা নিয়েছি ।

২০১৩ এরদিকে যখন প্রথম ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে যাই, ডাটাবেজ তৈরী করতে পারছিলাম না । তখন ৩জিও ছিলো না । অনলাইনেও রিসোর্স কম । ভিডিও দেখা তো কল্পনারও বাহিরে ছিলো । মাসখানেক চেষ্ঠা করেও ডাটাবেজ বানাতে পারছিলাম না । হঠ্যাৎ জুমলার একটা পোস্ট সামনে পাই টেকটিউনসের । ওখানে ডাটাবেজ বানানোর একটা স্টেপ দেওয়া ছিলো । সেই সেম স্টেপটা আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কাজে লাগাই এবং তৈরী করতে পারি ডাটাবেজ । আর এখন তো ইউটিউব সামনে । হাজার হাজার রিসোর্স আরো কত কি । তারপরও আমাদের চেষ্ঠা করার আগ্রহ নেই । আমাদের ইন্সট্যান্ট চাই অবস্থা একটা । আসলে কোনকিছুতে সময় আর মন একবারে না দিলে সেটা কোনভাবেই আয়ত্তে আসবে না । যেটা যাই হোক ।

মার্কেটপ্লেসে শুরু করতে চাইলে

মার্কেটপ্লেসে কাজ করতে চাইলে প্রথমেই বলবো একটা টপিকের উপর কাজ করতে । সকল বিষয়ে বেসিক ধারনা রাখতে পারেন । বাট একসাথে সব নৌকায় পা দেওয়া যাবে না । যে বিষয়ে কাজ করবেন সেটাতেই বস হয়ে যান । আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা কিছুদিন একটা কিছু শেখার পর আরেকটাতে চলে যাই । এটা করলে দেখা যাবে কাজের কাজ কিছুই হবে না । সবকিছুর একটা ধারনা পাবেন কিন্তু প্রফেশনাল কাজের স্কিলড হবেন না । যেটাই শিখুন একটা বিষয়ের উপর শিখুন ।

ধরুন আপনি গ্রাফিক্স শুরু করলেন কিন্তু ১ মাস পর কোন এক বড় ভাই বলছে গ্রাফিক্সেের কাজ নেই । চলে গেলেন ওয়েবে । এরপর আবার কেউ কিছু বলছে, চলে গেলেন অন্যটায় । আসলে এভাবে আগাতে পারবেন না । আমার নিজের প্রথমদিকের অভিজ্ঞতা থেকে বলা । আমি একটা মেয়েকে জানি সে শুধু ফেসবুকের বিজনেস পেজ তৈরী করেই লাস্ট ১ বছরে ৩৫ লাখের বেশি আয় করেছে । বিশ্বাস না হলে আমাকে মেসেজ দিয়েন, আইডির লিংক দিয়ে দিবো নি । আবার পরিচিতই কয়েকজনকে জানি যারা হাইলি পোগ্রামিং স্কিলড কিন্তু তেমন কাজ পায় না মার্কেটে । আসলে মার্কেটে টিকে থাকলে হলে ক্লায়েন্ট হেন্ডেল করা জানতে হবে ভালোভাবে ।

মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাওয়া নিয়ে বিস্তারিত লিখবো সামনে । যদি কোন প্রশ্ন থাকে তবে সরাসরি মেসেজ করতে পারেন ।

About author

I am Atikur Rahman Shohel, Head of business development at ITFLE LTD. I leading a small team providing global eCommerce solutions around the globe.
Related posts
Bangla

কক্সবাজার ট্যুর ফেব্রুয়ারী ২০২১

Bangla

ফাইবার আগস্ট কোর আপডেট এবং টপ গিগের সার্চ রেজাল্ট থেকে পতন সমস্যা এবং সমাধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *