আমি ফেসবুকে সবচেয়ে বেশি মেসেজ পাই “কি নিয়ে কাজ করেন” একই উত্তর সবাইকে দিয়ে বুঝানোর মতো সময় হাতে থাকে না । তাই ভাবলাম ব্লগে লিখে পাবলিশ করি । তাহলে সব ইনফরমেশনই একসাথে থাকবে ।
বর্তমানে যেভাবে আমি কাজ করছি
বর্তমানে শুধুমাত্র ইকমার্স বেইজড কাজ করে যাচ্ছি । আমার কাজের পরিধি শুধুমাত্র Shopify, Amazon, Walmart, eBay, Tiktok Shop, Woocommerce, Etsy তে । আমার মূল প্রজেক্টগুলোই হচ্ছে সরাসরি ক্লায়েন্টের বিজনেসকে A-Z ম্যানেজমেন্ট করা । যথন কোনো নতুন ক্লায়েন্ট আমার সাথে অনবোর্ডিং হয় তখন সকল ধরণের লিগ্যাল প্রসেসে মুভ করি । মূলত ক্লায়েন্টদের সাথে চুক্তি হয় ৫০-৫০ প্রফিট শেয়ারে তাদের বিজনেস ম্যানেজমেন্ট করা । এখানে ক্লায়েন্টদের সকল ইনভেস্টমেন্ট থাকে এবং আমাদের সকল ধরণের কাজ থাকে । প্রতিমাস শেষে তার বিজনেস থেকে যে পরিমাণ প্রফিট করতে পারি সেটার ৫০% আমাদের সার্ভিস ফি হিসেবে নিয়ে থাকি । এভাবেই আমাদের ৮৫% প্রজেক্ট চলছে । মূলত আমার টিম সকল কাজ করে থাকি । আমার ব্যক্তিগত কাজ শুধু সকল কিছু যেনো সঠিকভাবে চলছে সেটা নিশ্চিত করা এবং ক্লায়েন্টদেরকে রেগুলার বিজনেসের রিপোর্ট দেওয়া ।
পাশাপাশি আমি অন ডিমান্ড সার্ভিস দিয়ে থাকি ফাইবার এবং শপিফাই পার্টনার ডিরেক্টরি মার্কেটে । মূলত কাজগুলো আমার টিম মেম্বারগণই করে থাকে ।
যেভাবে শুরু আমার অনলাইন ক্যারিয়ার
আমি অনলাইনে প্রথম কাজ পাই ২০১৪ সালে । আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি । ওয়ার্ডপ্রেস, জুমলা এই দুটোর কাজ বেশি করতাম । এরপর ২০১৫-১৬ শুধু ওয়ার্ডপ্রেস আর কিছু PHP এর কাজ করেছি । এ্যাপ ডেভেলপমেন্টেও কিছুটা আগাইছিলাম । কিন্তু বেশি সময় দিতে পারি নি । ২০১৭ তে অনেকটা সময় কাজ হোল্ড রাখছিলাম HSC এবং ভার্সিটি এডমিশন পরিক্ষার জন্য । তবে ২০১৮ তে এসে আবার শুরু করি ইকমার্স এবং মেশিন লার্নিং নিয়ে । ২০২০ এ যখন করোনা শুরু হয় তখন পুরোপুরি ইকমার্সে চলে আসি । আর এখন পর্যন্ত ইকমার্স নিয়েই কাজ করেতছি ।
মার্কেটপ্লেসে কাজ বলতে ২০১৪ আপওয়ার্কে শুরু করেছিলাম । ২০১৫ তে ফাইবারে জয়েন করি । তবে ফাইবার কন্টিনিউ করি নি । ।
যারা নতুন শুরু করতে চাচ্ছেন
যারা একবারেই নতুন তাদেরকে সাজেশন করবো হুট করে ঝোকের বশত শুরু করলেই সাকসেস হবেন না । অমুক ভাই তমুক ভাইকে ফলো করার আগে আশেপাশে দেখে ভেবেচিন্তে ফলো করবেন । সোস্যাল মিডিয়াতে যারা সেলিব্রেটি ফ্রিল্যান্সার বা তথাকথিত কমিউটিনি লিডার অথবা সবসময় শোঅফ করে বেড়ায়, তারা কখনোও কাজের বেলায় এগিয়ে থাকে না । ফেসবুকে যারা সারাদিন পোস্টায় রিয়েল লাইফে তারাই অনেক পিছিয়ে থাকে । এটাই চিরন্তন সত্য । নিজের চেষ্ঠার কোন বিকল্প নেই । যারা সিনিয়র আছে তাদের কিন্তু আপনাকে হাতে ধরিয়ে শেখানোর টাইম নেই । সর্বোচ্চ হলে আপনাকে রোডম্যাপ দেখিয়ে দিবে আর সেটা ধরেই আপনাকে আগাতে হবে । আমি নিজেও ভূল পথে ২ বছর নষ্ট করেছি । তবে নষ্ট বলা চলে না, অভিজ্ঞতা নিয়েছি ।
২০১৩ এরদিকে যখন প্রথম ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে যাই, ডাটাবেজ তৈরী করতে পারছিলাম না । তখন ৩জিও ছিলো না । অনলাইনেও রিসোর্স কম । ভিডিও দেখা তো কল্পনারও বাহিরে ছিলো । মাসখানেক চেষ্ঠা করেও ডাটাবেজ বানাতে পারছিলাম না । হঠ্যাৎ জুমলার একটা পোস্ট সামনে পাই টেকটিউনসের । ওখানে ডাটাবেজ বানানোর একটা স্টেপ দেওয়া ছিলো । সেই সেম স্টেপটা আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কাজে লাগাই এবং তৈরী করতে পারি ডাটাবেজ । আর এখন তো ইউটিউব সামনে । হাজার হাজার রিসোর্স আরো কত কি । তারপরও আমাদের চেষ্ঠা করার আগ্রহ নেই । আমাদের ইন্সট্যান্ট চাই অবস্থা একটা । আসলে কোনকিছুতে সময় আর মন একবারে না দিলে সেটা কোনভাবেই আয়ত্তে আসবে না । যেটা যাই হোক ।
মার্কেটপ্লেসে শুরু করতে চাইলে
মার্কেটপ্লেসে কাজ করতে চাইলে প্রথমেই বলবো একটা টপিকের উপর কাজ করতে । সকল বিষয়ে বেসিক ধারনা রাখতে পারেন । বাট একসাথে সব নৌকায় পা দেওয়া যাবে না । যে বিষয়ে কাজ করবেন সেটাতেই বস হয়ে যান । আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা কিছুদিন একটা কিছু শেখার পর আরেকটাতে চলে যাই । এটা করলে দেখা যাবে কাজের কাজ কিছুই হবে না । সবকিছুর একটা ধারনা পাবেন কিন্তু প্রফেশনাল কাজের স্কিলড হবেন না । যেটাই শিখুন একটা বিষয়ের উপর শিখুন ।
ধরুন আপনি গ্রাফিক্স শুরু করলেন কিন্তু ১ মাস পর কোন এক বড় ভাই বলছে গ্রাফিক্সেের কাজ নেই । চলে গেলেন ওয়েবে । এরপর আবার কেউ কিছু বলছে, চলে গেলেন অন্যটায় । আসলে এভাবে আগাতে পারবেন না । আমার নিজের প্রথমদিকের অভিজ্ঞতা থেকে বলা । আমি একটা মেয়েকে জানি সে শুধু ফেসবুকের বিজনেস পেজ তৈরী করেই লাস্ট ১ বছরে ৩৫ লাখের বেশি আয় করেছে । বিশ্বাস না হলে আমাকে মেসেজ দিয়েন, আইডির লিংক দিয়ে দিবো নি । আবার পরিচিতই কয়েকজনকে জানি যারা হাইলি পোগ্রামিং স্কিলড কিন্তু তেমন কাজ পায় না মার্কেটে । আসলে মার্কেটে টিকে থাকলে হলে ক্লায়েন্ট হেন্ডেল করা জানতে হবে ভালোভাবে ।
মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাওয়া নিয়ে বিস্তারিত লিখবো সামনে । যদি কোন প্রশ্ন থাকে তবে সরাসরি মেসেজ করতে পারেন ।